নন্দন

প্রথম পাতা » Posts tagged 'Voice Chat'

Tag Archives: Voice Chat

জরুরী ঘোষনা

নন্দনে কন্ট্রিবিউট করতে আগ্রহী ব্লগারকে ওয়ার্ডপ্রেসে সাইন-আপ করার পর নিচের যেকোন একটি ইমেইল ঠিকানায় নোটিফিকেট করতে সবিশেষ অনুরোধ করা যাচ্ছে।
ইমেইল:
imonreza@gmail.com
nondon2000@gmail.com
ভালো থাকুন সবসময় আর 'নন্দন' এর সাথেই থাকুন।

ফেসবুকে যোগ হচ্ছে ভয়েস চ্যাটিং

চ্যাটিং, পোকিং, ফ্রেন্ডিংএর পর এবার যোগ হচ্ছে একে অপরকে ফোন করার সুবিধা। মার্কিন প্রতিষ্ঠান ভিভক্স টি-মোবাইলের সহায়তায় নির্দিষ্ট কিছু ব্যবহারকারীকে দেবে এই সুবিধা৷ এর মাধ্যমে ফেসবুকে যোগ হচ্ছে ভয়েস চ্যাটিং৷ ভবিষ্যতে এই সেবা হয়ত সবার কাছে পৌঁছে যাবে । ভিভক্স এর এই সুবিধা পেতে প্রয়োজন হবে একটি এ্যাপ্লিকেশন, নাম ববসলিড৷ ফেসবুক ব্যবহারকারীরা এই এ্যাপ্লিকেশনে নিজের বন্ধুদের যোগ করে নিতে পারবেন৷ এরপর এটি ব্যবহার করে যেকোন ফেসবুক বন্ধুকেই ফোন করা যাবে৷ শুধু তাই নয়, ববসলিড এর কল গ্রহণ করতে গ্রহণকারীর কম্পিউটারেও এই এ্যাপ্লিকেশন থাকা বাধ্যতামূলক নয়৷ শুধু ইন্টারনেট সংযোগ এবং কম্পিউটারে মাইক্রোফান ও স্পিকার থাকলেই ববসলিড এর কল গ্রহণ সম্ভব ৷

সংবাদটি ukbdnews.com থেকে সংগ্রহ করা হয়েছে।